ফটোগ্রাফার শাওন হত্যার বিচারের দাবীতে ফটোগ্রাফারদের বিক্ষোভ-মানববন্ধন

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারী , ২০২৪ ১৫:১৯ আপডেট: ২৯ ফেব্রুয়ারী , ২০২৪ ১৫:১৯ পিএম
ফটোগ্রাফার শাওন হত্যার বিচারের দাবীতে ফটোগ্রাফারদের বিক্ষোভ-মানববন্ধন
চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার শাওন বড়ুয়ার খুনিদের বিচারের দাবীতে চট্টগ্রামে তার সহকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চট্টগ্রামের ফটোগ্রাফাররা বিক্ষোভ মিছিল করেন এবং নিজেদের ক্যামেরা মাটিতে রেখে প্রতিবাদ জানান।

চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার শাওন বড়ুয়ার খুনিদের বিচারের দাবীতে চট্টগ্রামে তার সহকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চট্টগ্রামের ফটোগ্রাফাররা বিক্ষোভ মিছিল করেন এবং নিজেদের ক্যামেরা মাটিতে রেখে প্রতিবাদ জানান।

মানববন্ধনে চট্টগ্রাম নগরীর উল্লেখযোগ্য সংখ্যক ফটোগ্রাফার অংশ গ্রহণ করেন। এসময় তারা বলেন, শাওনের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা। তাকে ফোন করে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তার খুনিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি তুলেন সহকর্মরা।মানববন্ধন শেষে ফটোগ্রাফাররা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে নিজেদের ক্যামেরা মাটিতে রেখে প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন— জিয়াউল ইসলাম সম্রাট, জাকির হোসেইন, জয় দে, মইন চৌধুরী, শাহাদাত হোসাইন, অমিত বড়ুয়া, কমল দাশ, শিহাব শাহারিয়ার, গাজী রেজা, পিয়াল আচার্য, ওয়াহিদ রহমান মুঃ আমান উল্লাহ মিনহাজ, মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ রুবেল, রাহুল চন্দ্র, কিশোর দাশ, জয় প্রকাশ, রাহুল আর্চায্য, মিঠুন দাশ গুপ্ত, মোহাম্মদ আশিক, শুভ দত্ত, মোঃ মিজানুর এ. রহমান, রাইসুল ইসলাম আসাদ, মোহাম্মদ বোরহান (লিটন), ফাহিম শাহরিয়ার নিশান প্রমূখ।

এই বিভাগের আরোও খবর

Logo