নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বহুল কাঙ্ক্ষিত শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন ঘোষণা করলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বহুল কাঙ্ক্ষিত শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন ঘোষণা করলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । বুধবার (২২ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ ঘটিকায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সংলগ্ন মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন তিনি । এ বিষয়ে কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম এক অনানুষ্ঠানিক বিবৃতিতে দল মত নির্বিশেষে সবার প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার)সহ বিভিন্ন শ্রেণী-পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ ।