আজ ১৪ এপ্রিল সারাদেশের ন্যায় মাগুরা জেলার ৪ উপজেলাতে পহেলা বৈশাখ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।মাগুরা জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর,শ্রীপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর, মহম্মাদপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এনজিও,সামাজিক প্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করে।
দিনটি উদযাপন উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছেন। উপজেলা প্রশাসন সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,,আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল, আড়পাড়া ডিগ্রি কলেজ, মহিলা কলেজ,মাগুরা কৃষি কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
বুনাগাতী ডিগ্রী কলেজে বর্ষবরণ উপলক্ষে প্রভাষক মীর ইব্রাহিম হোসেন বেল,জামরুল,জাম,কৃষ্ণচূড়া গাছ রোপন করেন।