কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ ও জব্দকৃত জাল পুড়ালো ভ্রাম্যমাণ আদালত

কোহিনূর আলম প্রকাশিত: ১০ সেপ্টেম্বর , ২০২৫ ১৮:৩২ আপডেট: ১০ সেপ্টেম্বর , ২০২৫ ১৮:৩২ পিএম
কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ ও জব্দকৃত জাল পুড়ালো ভ্রাম্যমাণ আদালত
নেত্রকোণার কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁশ, মশারী জাল, চায়না দুয়ারী জাল ও অন্যান্য সামগ্রী দিয়ে নির্মিত অস্থায়ী বাঁধ উচ্ছেদ ও জব্দকৃত জাল পুড়িয়ে দিয়েছে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত ।

নেত্রকোণার কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁশ, মশারী জাল, চায়না দুয়ারী জাল ও অন্যান্য সামগ্রী দিয়ে নির্মিত অস্থায়ী বাঁধ উচ্ছেদ ও জব্দকৃত জাল পুড়িয়ে দিয়েছে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও এলাকার ৬নং ওয়ার্ডে পাটেশ্বরী নদীর একাধিক স্থানে এ অভিযান পরিচালিত হয় ।
অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী । 
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া থানা পুলিশ, স্থানীয় লোকজন ও সাংবাদিকবৃন্দ ।
সবার উপস্থিতিতে ৩টি বাঁধ অপসারণ ও জব্দকৃত মশারী জাল ৭০০ মিটার (আনুমানিক মূল্য ১ লাখ টাকা), চায়না দুয়ারী জাল ১২০০ মিটার (আনুমানিক মূল্য ১লাখ ২০ হাজার টাকা) পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়ার পাশাপাশি সতর্ক করা হয় । 
এমন অভিযানকে স্থানীয়দের অনেকে সাধুবাদ জানিয়েছেন । তারা জানান, জলাশয়গুলো সবার জন্য উন্মুক্ত থাকা জরুরি ।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন বলেন, আমরা অবৈধ অস্থায়ী বাঁধ উচ্ছেদ ও মাছ ধরার জাল পুড়িয়েছি । যা মাছের স্বাভাবিক প্রজনন ও উৎপাদন ব্যাহত করে । তাই এমন অভিযান অব্যাহত থাকবে । 

এই বিভাগের আরোও খবর

Logo