বরগুনায় বিভিন্ন আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু জাফর প্রকাশিত: ২ জানুয়ারী , ২০২৫ ১৭:০৯ আপডেট: ২ জানুয়ারী , ২০২৫ ১৭:০৯ পিএম
বরগুনায় বিভিন্ন আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারাদেশের মতো বরগুনায়ও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ছাত্রনেতাদের পাশাপাশি অংশ নেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।

সারাদেশের মতো বরগুনায়ও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ছাত্রনেতাদের পাশাপাশি অংশ নেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। বুধবার (০১ জানুয়ারি) সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বেলা ১২টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে বিএনপির নেতা-কর্মীরা। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীবের সভাপতিত্বে ও সহ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ রাজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন - জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, কে এম শফিকুজ্জামান মাহফুজ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশসহ অন্যান্য নেতারা। এতে বক্তব্য দেন - জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম নাসির, রাকিবুল ইসলাম রাকিব, আমিনুল ইসলাম নাবিল, গোলাম রাসেল খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল আরিফ, প্রচার সম্পাদক সালেহ আরাফাত, সহ-সম্পাদক রেশাদ জামান বাপ্পি, তথ্য ও গবেষণা সম্পাদক মো. রাইসুল আমিন হৃদয় ও পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন নাদিম। সেখানে বক্তারা সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।

এই বিভাগের আরোও খবর

Logo