নেত্রকোণার কেন্দুয়া উপজেলাকে মাদকমুক্ত ও আগামী নির্বাচনে করণীয় শীর্ষক বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলাকে মাদকমুক্ত ও আগামী নির্বাচনে করণীয় শীর্ষক বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (০৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টাস ক্লাবের সহসভাপতি ও প্রফেসার লূৎফুর রহমান,ৃচিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ভুইঁয়া, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল হক স্বপন, চিরাং ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুব আলম জরিপ, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহম্মেদ খোকন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান খোকাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী । প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, কেন্দুয়াকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে । মাদকাসক্তদের বেশির ভাগই যুবক । যাঁরা কিনা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে । তাই প্রত্যেকের জায়গায় থেকে এই মাদককে 'না' বলতে হবে । তিনি আরো বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । তৃণমূল নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে হবে । তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে । এবং আমরা আশাবাদী আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সরকার গঠন করবো ইনশাআল্লাহ ।