কেন্দুয়ায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

কোহিনূর আলম প্রকাশিত: ১৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:৪০ আপডেট: ১৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:৪০ পিএম
কেন্দুয়ায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
কেন্দুয়ায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

'প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার' এ প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় "জাতীয় প্রবাসী দিবস" ও "আন্তর্জাতিক অভিবাসী দিবস"-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । 
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র‍্যালী পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর কাইয়ুম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আল আমিন সরকার,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার গোলাম জিলানী প্রমুখ ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান প্রবাসী ও অভিবাসীদের বিভিন্ন সমস্যা, সমাধান ও অর্জনের পেছনে তাদের শ্রম, সময় ও দেশপ্রেমের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন । তিনি বলেন, দেশ যখন কোন কারণে বড় রকমের সমস্যার মুখোমুখি হয় , তখনও তারা দেশপ্রেমে উদ্বেলিত হয়ে এগিয়ে আসেন । তাই আমাদের উচিৎ তাদের বিপদেও পাশা দাঁড়ানো এবং সর্বোচ্চ সম্মানটুকুই দেয়া ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মির্জা মোহাম্মদ সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, বিভিন্ন দপ্তরের প্রশিক্ষনার্থীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ ।

এই বিভাগের আরোও খবর

Logo