বগুড়া শাজাহানপুর উপজেলার বি-ব্লক - বৃ-কুষ্টিয়া রোডে করতোয়া নদির ব্রিজ সংলগ্ন এলাকায় ২৮শে মার্চ শুক্রবার রাত ২ টা ১০ মিনিটে ৩-৪ জন ছিনতাইকারীর ইটের আঘাতে গুরুতর আহত হয়। উপজেলার খোর্দ্দ কুষ্টিয়া পূর্বপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে আবিদুর রহমান (৪০)। আহত আবিদুর রহমান পাঠাও বাইক ভাড়া চালায়। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতেও ভাড়া চালাচ্ছিল। খোর্দ্দ কুষ্টিয়া চারমাথা থেকে বি-ব্লকে যাওয়ার পথে করতোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী অতর্কিতভাবে চলন্ত বাইকের পিছন থেকে আবিদুরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতের ফলে আবিদুর মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পরে যায়। এরপর ছিনতাইকারী দল আবিদুরকে ইট দ্বারা মাথা,হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মাথায় হেলমেট থাকায় মুখের সামনের অংশ থেঁথলে যায়। এলোপাতাড়ি আঘাত করে পকেটে থাকা নগদ ১৫০০ টাকা ছিনতাই করে। মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আবিদুর চিৎকার করে ফলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আবিদুর কোনরকমে বাড়ি ফিরে এসে স্থানীয় ডাক্তারের চিকিৎসা গ্রহন করে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। কে বা কারা এমন কাজ করেছে তা নিশ্চিত হওয়া যায় নি। তবে তার পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে কেউ এমন করেছে। এবিষয়ে থানায় এখনো কোন অভিযোগ করা হয় নি।