নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট চারটি পরিবার ব্যাপকভাবে
ক্ষতিগ্রস্ত হয়েছে ।সরেজমিনে দেখা যায়, উপজেলার মোজাফরপুর ইউনিয়নের সৌপাড়া ৮নং ওয়ার্ডের কৃষক আবু সাঈদ উদ্দিন, হাশেম উদ্দিন, হেলান উদ্দিন ও শফিকুল ইসলামের গোয়াল ঘর, থাকার ঘর, ঘরে রাখা ধান, চাল, মিষ্টি কুমড়া, নগদ অর্থসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে । যদিও স্থানীয় লোকজন ও উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয় । এতে করে খুব কষ্টে দিন যাপন করছেন পরিবারের সদস্যরা । ইতোমধ্যে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উক্ত এলাকা পরিদর্শন করে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন ।
কৃষক আবু সাঈদ উদ্দিন তাঁর প্রায় ৭/৮ লাখ টাকার মতো ক্ষতি হয়ছে বলে জানান । তিনি আরো বলেন, সব কিছু হারিয়ে এখন আমি পথে বসে গেলাম
কৃষক হেলান উদ্দিন বলেন, আমার একারই নগদ ৪লাখ টাকা, ৪০/৫০ মণ ধান এবং ঘরের অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে । আল্লা ছাড়া আমাদের আর কেউ রইলো না ।
উল্লেখ্য গত শুক্রবার (২ মে) বিকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।