কুমারখালীতে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মাহাবুব হোসেন প্রকাশিত: ২৯ জুন , ২০২৪ ১৫:১৩ আপডেট: ২৯ জুন , ২০২৪ ১৫:১৩ পিএম
কুমারখালীতে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরের খেলার মাঠে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস।

কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৩-২০২৪ অর্থবছরে কন্দাল উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) অর্থায়নে তিন দিন ব্যাপী কৃষি মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরের খেলার মাঠে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস।

এই মেলায় কৃষির নানান জাত ও পণ্য নিয়ে শতাধিক স্টল স্থান পেয়েছে মেলা চত্বরে। প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে  প্রণোদনার বীজ ও সার বিতরন করেন অতিথিবৃন্দ।

কুমারখালী কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর আয়োজনে এই মেলা ২৮ শে জুন থেকে ৩০জুন প্রর্যন্ত চলবে। 

এই বিভাগের আরোও খবর

Logo