কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

মো: জাহিদুল ইসলাম (জাহিদ) প্রকাশিত: ১৮ এপ্রিল , ২০২৪ ০৬:৩৪ আপডেট: ১৮ এপ্রিল , ২০২৪ ০৬:৩৪ এএম
কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে ঐতিহাসিক  মুজিবনগর দিবস উদযাপন
জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার(১৭এপ্রিল) বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কালাই উপজেলা প্রশাসন।

জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা  হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার(১৭এপ্রিল) বেলা  ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কালাই উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন  ১৯৭১ সালের ১৭ এপ্রিলে মুজিবনগর সরকারের তাৎপর্য বর্ণনা করে বলেন, ১৭ এপ্রিল সকালে মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলায় শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। সৈয়দ নজরুল ইসলাম পরে তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। মুজিবনগর সরকারকে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়।

বক্তারা আরো বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের মন্ত্রীরা শপথ নেয়ার পর ১৮ এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে।

উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এর  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায়, উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলজার হোসেন,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবু সালেহ ইমরান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আল মামুন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী, সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার বাবু মনীশ চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তানজিমুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনসহ প্রমুখ। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo