কাঠালিয়া উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে গণঅভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়।
কাঠালিয়া উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে গণঅভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা উপজেলার বিনা পানি বাজার সংলগ্ন ৪,৫,৬ নং ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।
শোভাযাত্রার পরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জনাব রফিক হাওলাদার, কর্ণেল মোস্তাফিজুর রহমান (পিএসসি, বি বি জি এসএফ), বিএনপি নেতা। এছাড়াও ছিলেন ডাক্তার জাকারিয়া লিংকন, জাতীয়তাবাদী তরুণ দলের উপদেষ্টা এবং ব্যারিস্টার মইন ফিরোজী, সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেন। তারা উল্লেখ করেন, "আদর্শ ও তরুণদের হাত ধরে দেশের সংস্কার সম্ভব।" এছাড়া যোগ্য মেধাবী ও ভালো লোকদের রাজনীতিতে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এই আয়োজনের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ তাদের দলের ঐক্য ও শক্তির প্রদর্শনী করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। অনুষ্ঠানের শেষাংশে নেতাকর্মীরা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।