কাঁঠালিয়াতে ভিমরুলের কামড়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য এর মৃত্যু

মোঃ ইমরান মুন্সি প্রকাশিত: ১৩ মার্চ , ২০২৫ ১১:২৩ আপডেট: ১৩ মার্চ , ২০২৫ ১১:২৩ এএম
কাঁঠালিয়াতে ভিমরুলের কামড়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য এর মৃত্যু
ঝালকাঠির কাঁঠালিয়াতে ভিমরুলের কামড়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো: মাজেদ হাওলাদার(৫০) এর মৃত্যু হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়াতে ভিমরুলের কামড়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো: মাজেদ হাওলাদার(৫০) এর মৃত্যু হয়েছে। আজ বুধবার   দুপুরে কাঁঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের (২ নং ওয়ার্ড) কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত্যু মো: মাজেদ হাওলাদার ওই গ্রামের মৃত্যু মো: পনু হাওলাদারের ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। জানা যায়, দুপুর একটার দিকে বাড়ির পাশের  বাগানে মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করতে তিনি গাছে ওঠেন। এই মৌচাকের বাসার পাশে ভীমরুলের বাসায় নাড়া পড়ায় ভীমরুলের কামড়ে আহত হন।  আহত অবস্থায় তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়াতে নেওয়ায় পথে তার মৃত্যু হয়। তার পরিবার বইছে শোকের ছায়া।

এই বিভাগের আরোও খবর

Logo