কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:২৯ আপডেট: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:২৯ পিএম
কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব আরিফুর রহমান কাঞ্চন (সভাপতি, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাঈদুল ইসলাম (উপজেলা নির্বাহী অফিসার, কটিয়াদী, কিশোরগঞ্জ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব লাবনী আক্তার তারানা (সহকারী কমিশনার (ভূমি) কটিয়াদী ), জনাব তরিকুল ইসলাম ( অফিসার ইনচার্জ, কটিয়াদী মডেল থানা, কটিয়াদী, কিশোরগঞ্জ) জনাব আবুল হোসেন সাহেব (উপজেলা মাধ্যমিক অফিসার, কটিয়াদী ), জনাব মো. মুহাইমিনুল ইসলাম আরিফ ( একাডেমিক সুপারভাইজার, কটিয়াদী)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo