এলেঙ্গা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

মোঃ মহসিন হোসেন প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৪৫ আপডেট: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৪৫ পিএম
এলেঙ্গা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

পুলিশই জনতা-জনতাই  পুলিশ এই স্লোগানে টাঙ্গাইলের উপশহর কালিহাতী উপজেলার এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে । জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সোমবার     ( ২৪  ফেব্রুয়ারি ) দুপুরে এলেঙ্গা হাইওয়ে থানার সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান,  এলেঙ্গা পৌর  বিএনপি'র সভাপতি একাব্বর আলী, সহ-সভাপতি আনোয়ার ফকির, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন, মো. শরীফ মন্ডল প্রমুখ। এলেঙ্গা  হাইওয়ে থানার ওসি মো. শরীফ অতিথি ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চলতি মাসের ১৫ই ফেব্রুয়ারি একজন ছিনতাইকারী আটক করেন পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল থানায় হস্তান্তর করেন, তিনি আরো বলেন, চলতি মাসের ২৩শে ফেব্রুয়ারি  ১১'শ ৮৬ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী ব্যবসায়ী আটক করেন পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টাংগাইল থানায় হস্তান্তর করেন। শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, মহাসড়কের বিভিন্ন  এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও পৌরসভার  বিভিন্ন এলাকার জনসাধারণ।

এই বিভাগের আরোও খবর

Logo