উলিপুরে ২০টি মাদক মামলার আসামি নয়ন মিয়া (৩৬)কে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মে , ২০২৫ ১৭:৫২ আপডেট: ১২ মে , ২০২৫ ১৭:৫২ পিএম
উলিপুরে ২০টি মাদক মামলার আসামি নয়ন মিয়া (৩৬)কে গ্রেফতার

উলিপুরে ২০টি মাদক মামলার আসামি নয়ন মিয়া (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ২টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারের সময় নয়নের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির অর্থ ৩৩০০ টাকা জব্দ করা হয়। এলাকাবাসীর মতে, নয়ন মিয়া স্থানীয় নজরুল ইসলামের ছেলে এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নয়নকে তার বাড়িতে ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় আটক করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৯টি মাদক মামলা ছিল, এবারের গ্রেফতারের পর মামলার সংখ্যা দাঁড়াল ২০।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “নয়ন মিয়া এলাকার একটি পরিচিত মাদক কারবারি। তাকে গ্রেফতার করে রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে

এই বিভাগের আরোও খবর

Logo