ময়মনসিংহের গৌরীপুরে কুকুরের কামড়ে তিন শিশুসহ ৭ জন আহত হয়েছে

মোঃ কামরুল হাসান(লিটন) প্রকাশিত: ৩ মার্চ , ২০২৪ ১৭:৫২ আপডেট: ৩ মার্চ , ২০২৪ ১৭:৫২ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে  কুকুরের কামড়ে তিন শিশুসহ ৭ জন আহত হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার বিকালে থেকে সন্ধ্যার মধ্যে কুকুরের কামড়ে তিন শিশুসহ সাত জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার বিকালে থেকে সন্ধ্যার মধ্যে কুকুরের কামড়ে তিন শিশুসহ সাত জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বিকাল ৩.৪৫ মিনিটে সতিষা গ্রামের নুরুল হকের মেয়ে ফাতেমা খাতুনকে (১০) কুকুরের কামড়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। এর কিছুক্ষণ পর একই গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জিনিয়াকে (৫) নিয়ে আসা হয়। বিকাল ৫ টায় পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার পায়েল আহম্মেদের ছেলে রাফি (৫) ও সাড়ে ৫ টায় এ মহল্লার জায়েদুল ইসলামের স্ত্রী রুণা আক্তারকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌফিয়া মজুমদার পূজা জানান- ধারণা করা হচ্ছে একই পাগলা কুকুরের কামড়ে তাঁরা আহত হয়েছেন। তাদের মধ্যে ফাতেমা ও রাফির অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

রাফির বাবা পায়েল আহম্মেদ জানান- শিশুটি বিকালে বাসায় পিছনে খেলা করছি, এ সময় একটি কুকুর দৌড়ে এসে তাকে কামড়াতে থাকে। তার ঘাড়, পিঠ ও হাত রক্তাক্ত হয়ে যায়। আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এই বিভাগের আরোও খবর

Logo