আদমদীঘিতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি সহ সাংগঠনিকের মৃত্যু

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ২৯ জানুয়ারী , ২০২৫ ২০:২২ আপডেট: ২৯ জানুয়ারী , ২০২৫ ২০:২২ পিএম
আদমদীঘিতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি সহ সাংগঠনিকের মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বগুড়ার আদমদীঘিতে সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল মোমিন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে বগুড়া-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ নির্বাচনে নির্বাচিত হন। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তারমৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান প্রমূখ।


এই বিভাগের আরোও খবর

Logo