যশোরের অভয়নগর উপজেলায় স্যালো মেশিন চুরির অপবাদে যুবকে মারধর করায় অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ১০ টার সময় আম গাছের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় স্বপ্ন রায়(১৭) নামের ওই যুবককে উদ্ধার করে তার পরিবারের লোকজন। উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয় গ্রামের নিমতলার সমর রায়ের ছেলে স্বপ্ন রায় বলে জানা যায় । চাকই বাজারে তার নিজের একটি ইলেকট্রিকের দোকান আছে । স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার সময় স্বপ্ন রায়কে তার বাড়ি পাশে একটি আম গাছের সাথে গলায় দাড়ি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আরো জানা যায় , শুক্রবার রাতে স্যালো মেশিন চুরির বিষয়ে স্থানীয় কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং মারধর করে। এর পরদিন শনিবার সকালে তাকে আম গাছের সাথে ঝুলে থাকতে দেখা যায়। এলাকাবাসী বলেন সেকি সে একজন ভালো ছেলে। চুড়ির সাথে জড়িত না থাকায় তাকে জিজ্ঞাসাবাদ ও মারধর করায় অপমানিত বোধ করেছে ফলে সে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহামুদুর রহমান রিজভী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের জন্য দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।