সাভার পৌরসভা মেয়র নির্বাচনীয় প্রচারণায় এগিয়ে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মো:খোরশেদ আলম
সাভারের ঐতিহ্যবাহী শুকুর জান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশাল এক জনসভা দোয়া মাহফিলের আয়োজন করেছেন এক,নং,উয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজু শেখ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র প্রার্থী বিএনপি ঢাকা জেলা সাবেক যুগ্ন আহবায়ক মোঃ খোরশেদ আলম বলেন সাভার বাসির সমর্থন পেলে আগামী মেয়র নির্বাচনে আপনাদের ভোটে জয় যুক্ত হলে সাভারের প্রত্তেক,টি ইস্কুল কলেজও বিশ্ব বিদ্যলয়ের শিক্ষা ব্যাবসতা,কে এগিয়ে যাব,আর ফ্যাসিস,সরকারের আমলে দখল হওয়া খাস জমি পুনরায় উদ্ধার করে শিশুদের জন্য আধুনিক চিড়িয়াখানার সহ খেলার মাঠ, সরকারি ভাবে,গরে তুলবো সেই লক্ষ্যে কাজ করবো,কথা দিচ্ছি সাভারের নদী নালা পুনরায়,উদ্বার,ও খনন,কাজ চালু করবো,
মাদক মুক্ত সাভার গড়বো,যদি,আগামী নির্বাচন এ আমি মেয়র হিসেবে জয় যুক্ত হই জনগণের ভোটে ইনশাআল্লাহ ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহতদের পরিবারকে মাসিক সরকারি ভাতার আওতায় নিয়ে আসবো,আর হকারদের জন্য হাকার মার্কেট নির্মাণ করে সাভারের মানুষের চলাচলের,সু ব্যবস্তা তৈরি নিশ্চিত করবো,যাতে করে সরকে হকারদের জন্য যানচলাচলে সমস্যা না,হয়,খোরশেদ আলম আরো বলেন,সাভার বাসির উদ্দেশ্য করে যে সকল মা বোনদের ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের জন্য দৃষ্টিনন্দন ওয়ার্ক ওয়ে,নির্মাণ করবো যাতে,সকালে বেয়াম,করতে পারে সুস্থ পরিবেশে জীবন যাপন করতে পারে সাভার বাসি,সেই লক্ষ্যে,কাজ করে যাব,যদি আগামী নির্বাচন এ আমার দল,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে।