অনলাইন জুয়া পরিচালনা করে দেশের অর্থ বিদেশে পাচারচক্রের ছয় সদস্য গ্রেফতার

ইয়াছিন হোসেন প্রকাশিত: ২৯ মার্চ , ২০২৫ ১১:৪৫ আপডেট: ২৯ মার্চ , ২০২৫ ১১:৪৫ এএম
অনলাইন জুয়া পরিচালনা করে দেশের অর্থ বিদেশে পাচারচক্রের ছয় সদস্য গ্রেফতার
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর সাইবার পেট্রোলিং করাকালীন দেখতে পায়, অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজশে ঝিকরগাছা থানা এলাকায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছে

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর সাইবার পেট্রোলিং করাকালীন দেখতে পায়, অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজশে ঝিকরগাছা থানা এলাকায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছে। 

অপরধ চক্রটি 1XBet, Melbet, Linebet এর এজেন্ট নিয়ে অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করছে, তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ড লোক চক্ষুর আড়াল করতে অফিসে গ্রাফিক্স ডিজাইন এবং ইউটিউব চ্যানেলের কার্যক্রমও পরিচালনা করে যাচ্ছে। 

এই চক্রটি মূলত নিজেদের পরিচয় গোপন রেখে অন্যের নামে রেজিস্ট্রেশন করা বিকাশ সিম দিয়ে বিগত এক বছর অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আরো জানতে পারে যে এই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইন্সটাগ্রাম ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জুয়ার প্রচার-প্রচারণা 
চালাতো। তারা অনলাইন জুয়ার সমস্ত টাকা বেনামী বিকাশ একাউন্ট গুলোর মাধ্যমে সংগ্রহ করত এবং পরবর্তীতে সেই টাকা ডলারে কনভার্ট করে Binance এবং Swap.Paykassma এর মাধ্যমে ভারত ও রাশিয়ায় পাচার করে দিত।

উপরোক্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে বিষয়টি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং ঊর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশনায় এসআই(নিঃ)/ শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম গতকাল ইং ২৭/০৩/২০২৫ খ্রিঃ রাত ০৯.০০ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন হাজের আলী গ্রাম অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া পরিচালনার সাথে জড়িত ছয়জনকে গ্ৰেফতার করে এবং তাদের দখল হতে মোবাইল ও ল্যাপটপে অনলাইন জুয়ার একাউন্ট লগইন অবস্থায় পায়।

পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা যায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনায় আসামিরা প্রতিদিন প্রায় ১০ লক্ষ টাকার মত লেনদেন করত। 

মূলত গ্রেফতারকৃত আসামি নাজমুল ওয়াহীদ@মিল্লাত ও তার ভাই নাজমুল শাহাদাতের নেতৃত্বেই অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হত।

এসংক্রান্তে ঝিকরগাছা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের নাম
১। নাজমুল ওয়াহীদ@মিল্লাত (৩৪),
২। মোঃ নাজমুল শাহাদাত (৩০),
৩। মোঃ মাহাবুবুর রহমান @ মাসুম(৩২),
৪। মোঃ আসাদুল ইসলাম(২২),
৫। মোহাম্মদ জাহিদ হাসান (২২),
৬। মোঃ তারেক রহমান (২২)।

জব্দকৃত আলামতঃ 
১। বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ১০ টি।
২। স্যামসাং ট্যাব ০২ টি। 
৩। বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপ ০৫ টি।
৪। সিম সর্বমোট ৩০ টি।
৫। হার্ডডিস্ক ০৩ টি।
৬। বিকাশ এজেন্ট ব্যালান্স ২,৬৩,০০০ টাকা।

এই বিভাগের আরোও খবর

Logo