সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া কনকনে শীতে ব্রাহ্মণপাড়ায় জনজীবন বিপর্যস্ত হাঁস কেনাবেচা নিয়ে রণক্ষেত্র লাখাই: সংঘর্ষে আহত ২৬, গ্রেফতার ৩ গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাসেদ খান ঢাকা–১৯ আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ জুলাই যোদ্ধা পরিচয়দানকারী তাহরিমা জান্নাত সুরভী টঙ্গী থেকে পুলিশের হাতে আটক ডিমলায় শাখা নদীগুলো মরা খালে পরিণত পুনঃখনন ও কঠোর নজরদারির দাবি।। বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কনকনে শীতে ব্রাহ্মণপাড়ায় জনজীবন বিপর্যস্ত একঘরে করে রাখা নারীকে মারপিট, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ভোলায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের মর্মান্তিক মৃত্যু

সরিফ হোসেন / ১৯
Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় সিএনজিতে থাকা শিশুসহ আরও ২ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তারা ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ভোলার লালমোহন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদর দিকে যাচ্ছিল। এ সময় সিএনজিটি বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ইদারার মুলকেন্দ্র মাদ্রাসার সামনের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৩২৫৯৭) নামের একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা ২ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও ৩ জন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ডের বাসিন্দা আমার দেশ লালমোন প্রতিনিধি আজিম উদ্দিন খানের মেয়ে আজমির আমরিন (২০), এই উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়নের আবু তাহেরর ছেলে মিজান ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরামপুর ৪নং ওয়ার্ডের দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে মো: রিয়াজ উদ্দিন নিহত হন।
গুরুত্বর আহত অপর দুইজন সিএনজি ড্রাইভার তাজল ও ফারহান নামক এক কিশোরকে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে হাসপাতালে আনেন। অবস্থা অবনতি হলে তাদেরকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদেরও অবস্থা আশংকাজনক।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category