নেত্রকোণার কেন্দুয়ায় একঘরে করে রাখা নারীকে মারপিট, শ্লীলতাহানি এবং তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার, সেলাই মেশিন ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ ওঠেছে ।
ন্যায় বিচারের আশায় ভুক্তভোগী নারী থানায় করেছেন মামলা (চলমান), কোর্টেও তিনি করেন অভিযোগ । কোন রকম সুরাহা না পেয়ে নিরাপত্তাহীনতায় এখন তিনি নিজ বাড়ি ছাড়া ।
ঘটনাটি ঘটেছে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বৃ-চিকনী গ্রামের মো. রহমত উল্লাহর স্ত্রী জোস্না আক্তারের (৪২) সাথে ।
সরেজমিনে গিয়ে (২৭ ডিসেম্বর বিকালে) দেখা যায়, জোস্নার ঘরে তালাবদ্ধ । বাড়ির উঠোনে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ । দেখা হয় তাঁর স্বামী মো. রহমত উল্লাহর সাথে । তালা খুলিয়ে অবশ্য কোন ভাঙচুরের চিহ্ন পাওয়া যায় নি । মো. রহমত উল্লাহ বলেন, আমি বাড়িতে থাকি না । গত ১৬ ডিসেম্বর আমার স্ত্রীকে মারধরের ঘটনায় বাড়ি এসেছি । অসহায় ও গরিব মানুষ আমি । ন্যায় বিচার চাই । আজি রহমান (৪৫), শেফালী আক্তার (৩৭)সহ স্থানীয়দের অনেকে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কে বা কারা এর সাথে জড়িত বলতে সাহস করেন নি তারা । জোস্না আক্তার একঘরে ছিলো ও রক্তাক্ত ছিলো -কেবল এইটুকু বলে থেমে যান, শেফালী আক্তার । প্রতিবেশীদের অনেকে বলেন, আমরা কিছু জানি না ।
অথচ জানা যায়, প্রতিপক্ষরা ভুক্তভোগী জোস্না আক্তারকে জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী জামালের পুকুরের মাছ নিধনের মিথ্যা অভিযোগে জড়িয়েছেন মামলায় ; মারপিট করে করেছেন আহত । উপজেলা ও নেত্রকোণা সদর হাসপাতালে নিয়েছেন তিনি চিকিৎসা সেবাও ।
কেন্দুয়া থানায় জোস্নার দায়েরকৃত (৫ ডিসেম্বর) হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের মামলায় আসামিরা জামিনে এসে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে (১৬ ডিসেম্বর) ফের বেধড়ক পিটিয়ে আহত করে ।
উক্ত ঘটনায় আহত হয়ে জোস্না আক্তার একই গ্রামের সুলতান মিয়া (৫৮), সুলতান মিয়ার ছেলে হৃদয় (৩৪), আঃ কদ্দুছের ছেলে জালাল মিয়া (৩০) ও জামাল মিয়া (৩৪)কে আসামি করে বিজ্ঞ আদালতে একটি অভিযোগ দায়ের করেন । যার সি আর মোঃ নং-৩২১ (১) ২০২৫ ।
তাছাড়া ভুক্তভোগী জোস্না আক্তারের অগ্রহায়ণের ধানের ফসল জোরমূলে কেটে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে ।
অভিযুক্তদের একজন জালাল মিয়া বলেন, হামলা, ভাঙচুর, লুটপাটের ও ফসল কাটার অভিযোগ মিথ্যা । তবে তাঁর মুখের গালিগালাজের কারণে লাঠি দিয়ে দুইটা বারি মেরেছি ।
জোস্নাকে একঘরের বিষয়টি স্বীকার করে এর পক্ষে ইসলামী যুব আন্দোলনের গড়াডোবা ইউনিয়নের সভাপতি ও জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা একাধিকবার সমাধানের উদ্যোগ নিলেও জোস্না আক্তার রাজি না হওয়ায় সবাই মিলে একঘরে করেছি । কেনো রাজি হোন নি? জানতে চাইলে, তিনি সঠিক জবাব দিতে পারেন নি ।
জোস্না আক্তার তাঁর লিখিত এক অভিযোগে উল্লেখ করেন, মাছ নিধনের ঘটনায় মিথ্যা অভিযুক্ত করে গ্রাম্য সালিসিতে ৬ লক্ষ টাকা জরিমানা করলে আমি না মানায় আমাকে মামলাসহ বিভিন্নভাবে হেনস্তা করছে একের পর এক । আমি এর সঠিক বিচার চাই ।
এ বিষয়ে জোস্না আক্তারের নিযুক্ত আইনজীবী শাহ আলম শামীম মুঠোফোনে জানান, বিজ্ঞ আদালত বাদীর সার্টিফিকেট তলব করেছে । সার্টিফিকেট প্রাপ্তির পর কোর্ট আইনগত ব্যবস্থা নেবে ।