সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া কনকনে শীতে ব্রাহ্মণপাড়ায় জনজীবন বিপর্যস্ত হাঁস কেনাবেচা নিয়ে রণক্ষেত্র লাখাই: সংঘর্ষে আহত ২৬, গ্রেফতার ৩ গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাসেদ খান ঢাকা–১৯ আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ জুলাই যোদ্ধা পরিচয়দানকারী তাহরিমা জান্নাত সুরভী টঙ্গী থেকে পুলিশের হাতে আটক ডিমলায় শাখা নদীগুলো মরা খালে পরিণত পুনঃখনন ও কঠোর নজরদারির দাবি।। বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কনকনে শীতে ব্রাহ্মণপাড়ায় জনজীবন বিপর্যস্ত একঘরে করে রাখা নারীকে মারপিট, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কেন্দুয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কোহিনূর আলম / ৩৭
Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

নেত্রকোনার কেন্দুয়ায় সারা দেশের মতো প্রায় ষোল (১৬)  বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষায় অনুষ্ঠিত হয় ।
এ বছর উপজেলার মোট সাঁইত্রিশটি (৩৭) মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬২ জন পরীক্ষার্থী এ জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন । পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ।
সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে ।
আরো জানা যায়, এ কেন্দ্রে নিবন্ধিত মোট ৬১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে এমন তথ্য পাওয়া যায় নি । উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছিলেন ২৪২ জন ছাত্র ও ৩২০ জন ছাত্রী । তাছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ছিলো আলাদা ব্যবস্থা ।
বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়সহ এবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
কেন্দ্র সচিব ও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফরিদা আক্তার জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে । নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা গ্রহণে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি ।
উল্লেখ্য, ১৮৩২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়টি এর আগেও জুনিয়র বৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category