সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন বিস্কুট কিনে ফেরার পথে ৮ বছরের কনিকা’র মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ডিউটির ডাকেই শেষ যাত্রা শিশুবান্ধব পীরগঞ্জ গড়তে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান মাগুরা নহাটা বাজার বনিক সমিতির নির্বাচন জাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২ জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের দাফন সম্পন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মো: সাজ্জাদ হোসেন / ৪২
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে দই-মিষ্টি, বিরিয়ানি, হোটেল, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে মেসার্স মুসলিম সুইটস নামক প্রতিষ্ঠানে গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়ম ধরা পড়ে। অত্যন্ত নোংরা, স্যাতসেঁতে ও দুর্গন্ধযুক্ত পরিবেশে অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। খোলা খাবারের মধ্যে তেলাপোকা, মাছি, মশা, মাকড়সার অংশ ও চুল পাওয়া যায়। এছাড়া মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রমাণ মেলে।
পূর্বে সংশ্লিষ্ট দপ্তরের সতর্কতা ও বৈঠক সত্ত্বেও কারখানার পরিবেশ ও খাদ্য নিরাপত্তায় কোনো উন্নতি না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. আমিরুল ইসলামকে ৩৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং তিন দিনের জন্য কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এসময় অস্বাস্থ্যকর খাবার নষ্ট করে দেওয়া হয়।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে জরিমানা করা হয়। পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category