সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন বিস্কুট কিনে ফেরার পথে ৮ বছরের কনিকা’র মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ডিউটির ডাকেই শেষ যাত্রা শিশুবান্ধব পীরগঞ্জ গড়তে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান মাগুরা নহাটা বাজার বনিক সমিতির নির্বাচন জাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২ জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের দাফন সম্পন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল

কাঠালিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ  / ৪৩
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়া এলাকায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় তালগাছিয়া শরীফ বাড়ি জামে মসজিদ চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মাটির টান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ চক্ষু ক্যাম্পে চিকিৎসক ও টেকনিশিয়ানসহ ঢাকা লায়ন্স ক্লাবের প্রায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। ক্যাম্পে প্রায় সহস্রাধিক নারী, পুরুষ ও শিশুর চোখের বিভিন্ন রোগ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
পরীক্ষা শেষে রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদের বিনা খরচে ঢাকায় নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাটির টান ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ মঞ্জুরুল হক বাদল, লায়ন্স ক্লাব অব গুলশান হেরিটেজের প্রেসিডেন্ট উবায়দুল হক শরীফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রিয়াজুল হক বশির, লায়ন রায়হান শিফা, লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ বেলাল হোসেন, ফাস্ট ভাইস গভর্নর ডা. আসাদুল্লাহ আহমেদ দুলাল, ডা. কাজী দিলকুশা আহমেদ, এস কে কামরুল, লায়ন ফারহানা বকশ, ক্যাবিনেট সেক্রেটারি মো. জাকির হোসেন, ক্যাবিনেট ট্রেজারার মো. ওসমান গনি, কনভেনশন চেয়ারম্যান মো. রেফাত উল্লাহ, লায়ন মো. আব্দুল্লাহ হেল বাকী, মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category