রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চবি ভিপি ইব্রাহিম রনিকে বড়াইগ্রামে গণসংবর্ধনা কুড়িগ্রাম–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ যশোর শিক্ষা বোর্ডের এইচএসসির খাতাপুনঃনিরীক্ষায় ২১৭ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন রাজবাড়ীর রাস্তায় প্রাণ গেল স্বপ্নবাজ ১৯ বছরের পলাশ কাজীর কেন্দুয়ায় জমি রেজিস্ট্রি করে না দিয়ে দখলের চেষ্টা ও খুনের হুমকি মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানের ইট ভাটার শ্রমিকরা কাপনের কাফর পারে রাস্তা অবরোধ ‎বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মুল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও গাছ ফেলে সড়ক অবরোধ চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল জনসভায় বৃহত্তর সুন্নী জোট নেতৃবৃন্দ

মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন / ২৮
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে রাজনৈতিক অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে রেখে মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মহম্মদপুর শহীদ আহাদ–সুমন মিনি স্টেডিয়ামে এবং বিকেলে শালিখা উপজেলার আড়পাড়া হাই স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী,
এ্যাড. রোকনুজ্জামান চৌধুরী,
জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান,
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান চকলেট, সামসুর রহমান, মোতালেব শিকদার,
মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইমুর আলী মৃধাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া মহম্মদপুর উপজেলার সাবেক ও বর্তমান নির্বাচিত নারী জনপ্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।
‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নারী সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মাগুরা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা দলের নেতাকর্মীরা ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে এসে জড়ো হন। আনুষ্ঠানিকতা শুরুর আগেই স্টেডিয়াম ও স্কুল মাঠ হাজারো নারীর উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
বক্তারা বলেন, নারী ও শিশুর অধিকার সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে এবং স্থানীয় পর্যায়ের নেতৃত্বেও নারীর সমান ভূমিকা নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category