রাজধানীর ধানমন্ডি সীমান্ত স্কয়ারের সামনে চারটি ককটেলসহ একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে একটি বাজারের ব্যাগে করে ককটেল বোমা নিয়ে যাওয়ার সময় ধানমন্ডি থানা পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্য মারমা বাংলা ইন্ডিপেন্ডেন্টকে বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে একটি বাজারের ব্যাগে করে ককটেল নিয়ে যাওয়ার সময় পুলিশ একজনকে আটক করে। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’