রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চবি ভিপি ইব্রাহিম রনিকে বড়াইগ্রামে গণসংবর্ধনা কুড়িগ্রাম–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ যশোর শিক্ষা বোর্ডের এইচএসসির খাতাপুনঃনিরীক্ষায় ২১৭ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন রাজবাড়ীর রাস্তায় প্রাণ গেল স্বপ্নবাজ ১৯ বছরের পলাশ কাজীর কেন্দুয়ায় জমি রেজিস্ট্রি করে না দিয়ে দখলের চেষ্টা ও খুনের হুমকি মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানের ইট ভাটার শ্রমিকরা কাপনের কাফর পারে রাস্তা অবরোধ ‎বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মুল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও গাছ ফেলে সড়ক অবরোধ চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল জনসভায় বৃহত্তর সুন্নী জোট নেতৃবৃন্দ

নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ৬

আমির হোসেন  / ৯২
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী ৬জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিএনজি চালক খোকন (৪৬) সিএনজি আরোহী শিক্ষার্থী তানিম হাসান (২৬), মো.সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তবে তাৎক্ষণিক এক নারীসহ দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে ৫জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি রওয়ানা দেয়। যাত্রা পথে সিএনজিটি উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে পৌঁছলে সিএনজির সামনের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক যাত্রীবাহী সিএনজিকে চাপা দিয়ে অনেক দূর নিয়ে যায়। এতে সিএনজি চালকসহ ৪জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। ২জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসছে। এ দুর্ঘটনায় মোট ৬জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।  পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category