শুক্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হলো কুষ্টিয়া সদর উপজেলার জুলাই আহত কমিটি গঠনের সভা। জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের অনুমোদনক্রমে এ কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যোগ্য ও কর্মদক্ষ ব্যক্তিদের নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।উক্ত কমিটিতে ৫ টি পদে মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। গাউছুল আজম (ভোট=৩৬) ১৮ ভোটের ব্যাবধানে হারিয়ে সভাপতি হয়েছেন তাজমুল ইসলাম(ভোট=৫৪)। উল্লাস (ভোট=৩৯) ১৫ ভোটের ব্যবধানে হারিয়ে সেক্রেটারি হয়েছেন তায়েফ হাসান (ভোট=৫৪)। আকাশ আহম্মেদ (ভোট=২৬) ৪৭ ভোটের ব্যবধানে হারিয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন অলি হোসেন(ভোট=৭৩)। আবির হাসান (ভোট=২১) ২১ ভোটের ব্যবধানে হারিয়ে অর্থ সম্পাদক হয়েছেন রাজু আহম্মেদ(ভোট=৪২)। ইমরান শেখ (ভোট=২৫) ২০ ভোটের ব্যবধানে হারিয়ে দপ্তর সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম(ভোট=৪৫)। এছারাও কুষ্টিয়া সদর উপজেলার সকল আহত ও নিহত পরিবারের সদস্যদের সম্মতিক্রমে পরিচালনা পরিষধ গঠন করা হয়।
পরিচালনা পরিষধের সদস্যরা হলেনঃ মো:নাজমুস সাকিব
এস,এম,মোবাশ্বির হাসান মাহমুদ
মো:আরিফ হোসেন খান
সকলের সুস্বাস্থ্য কামনা করে উক্ত অনুষ্ঠান সমাপ্ত করেন আব্দুল্লাহ আল মামুন