বিষেশ প্রতিনিধি(হবিগঞ্জ)
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে জয়ফুল বিবি (৪২) নামের এক গৃহবধূ খুন হন। খুনি স্বামী আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ২৭ ই অক্টোবর রবিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী আব্দুর রউফ জয়ফুল বিবিকে মারধর করেন । তখন জয়ফুল বিবি মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই কয়েক ঘণ্টার ব্যবধানে নবীগঞ্জ থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাত ৯টার দিকে টুকেরবাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে স্বামী আব্দুর রউফকে গ্রেপ্তার করেন। ২৮ ই সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।