মোঃ আব্দুল আলিম

মোঃ আব্দুল আলিম

obayed@gmail.com

নীলফামারী জেলার স্টাফ রিপোর্টার


জলঢাকায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে ফেন্সিডিল সহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ

থানা সুত্র জানায়, শুক্রবার থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গোলমূন্ডা এলাকায় সড়কে তার চলন্ত গাড়ী থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়েছে। ফেন্সিডিল বহনে ব‍্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ২ জুন রাত ৯টার দিকে বড়দরগা বাজারে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ক্লাস করার জন্য বের হয় রুবেল মিয়া। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি রুবেল মিয়ার। রুবেলের সন্ধান না পেয়ে বাবা বেলাল হোসেন ৩ জুন আরপিএমপি মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রংপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচয় পর্ব সভা অনুষ্ঠিত

রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি'র সভাপতিত্বে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম সহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

গাঁজা পাচারের সময় হাতে নাতে ধরা খেলেন স্বামী-স্ত্রী

শনিবার (৮ই জুন) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।আটককৃতরা হচ্ছেন ঝালকাঠির রাজাপুর থানার কানুদাসকারী গ্রামের মোঃ হুমায়ূন (৩৮) ও তার স্ত্রী আর্নিকা আক্তার (২৫)।

জলঢাকা উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

শনিবার (৮জুন) সকালে উপজেলা ভূমি অফিস মাঠে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর, সারোয়ার। অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী।

জলঢাকায় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্টের মাধ্যমে জলঢাকা হতে রংপুর গামী পাকা রাস্তার উপর চার্জার অটো ভ্যান এর পিছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সের ভিতরে ১০০ (একশত) বোতল ফেনসিডিল সহ হাতেনাতে তাদের আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত চার্জার অটো ভ্যানটি জব্দ করা হয়। যাহার মূল্য অনুমান ১,০০০০০ (এক লক্ষ) টাকা।

জলঢাকায় মেয়েশিশু ও যুবনারী সুরক্ষায় করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, গোলনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী, চেয়ারম্যান আবু তাহের, উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তুজা ইসলাম, ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জমিল, ফিল্ড কো-অর্ডিনেটর আ.রহিম, ইয়ুথ লার্নিং সেন্টারের কো-অর্ডিনেটর শামিয়া সুলতানা ও ইউএসএস এর টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন প্রমুখ।

কবি আব্দুল লতিফ প্রামানিক এর ৪৩ তম জন্মদিন পালিত

সাহিত্য শিখা পরিষদের সহঃ সাধারন সম্পাদক বিশিষ্ট কবি ও সাহিত্যিক আব্দুল লতিফ প্রামানিক এর ৪৩ তম জন্মদিন পালিত হল কিশোরগঞ্জ ক্যাডেট একাডেমিতে।

Logo