জলঢাকা উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

মোঃ আব্দুল আলিম প্রকাশিত: ৯ জুন , ২০২৪ ১০:৪০ আপডেট: ৯ জুন , ২০২৪ ১০:৪০ এএম
জলঢাকা উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
শনিবার (৮জুন) সকালে উপজেলা ভূমি অফিস মাঠে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর, সারোয়ার। অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী।

"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। 

শনিবার (৮জুন) সকালে উপজেলা ভূমি অফিস মাঠে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর, সারোয়ার। অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী।

এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র নাকিব সাদিক নোভা, উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ভাইসচেয়ারম্যান শাহিনুর রহমান, মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, ও ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার প্রমুখ।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় অনলাইনে নামজারি করা, ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে ডিজিটাল দাখিলা প্রাপ্তি, ভূমিসেবা কল সেন্টার ১৬১২২ নম্বরে ফোন করে ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসেই পর্চা গ্রহণ সম্পর্কে আলোচনা ছাড়াও ভূমির বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বী। যার মাধ্যমে জনগণ হয়রানি ও ভূমি আইন সম্পর্কে ধারনা পাবে। পরে উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এই বিভাগের আরোও খবর

Logo