গাঁজা পাচারের সময় হাতে নাতে ধরা খেলেন স্বামী-স্ত্রী

মোঃ আব্দুল আলিম প্রকাশিত: ৯ জুন , ২০২৪ ১০:৪৫ আপডেট: ৯ জুন , ২০২৪ ১০:৪৫ এএম
গাঁজা পাচারের সময় হাতে নাতে ধরা খেলেন স্বামী-স্ত্রী
শনিবার (৮ই জুন) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।আটককৃতরা হচ্ছেন ঝালকাঠির রাজাপুর থানার কানুদাসকারী গ্রামের মোঃ হুমায়ূন (৩৮) ও তার স্ত্রী আর্নিকা আক্তার (২৫)।

স্বামী-স্ত্রী মিলে দিব্যি যাচ্ছিলেন মাইক্রোবাসে করে। মাঝ রাস্তায় পুলিশ দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই অবাক কাণ্ড। নীলফামারীর জলঢাকা পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করল জলঢাকা থানার পুলিশ। উদ্ধার হয়েছে ১৭ কেজি গাঁজা।

শনিবার (৮ই জুন) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।আটককৃতরা হচ্ছেন ঝালকাঠির রাজাপুর থানার কানুদাসকারী গ্রামের মোঃ হুমায়ূন (৩৮) ও তার স্ত্রী আর্নিকা আক্তার (২৫)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন জলঢাকার উপর দিয়ে গাঁজা পাচার হতে পারে।পরে শুক্রবার রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে গভীর রাতে পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে ঢাকা হাজী বিরায়ানী হাউজের সামনে একটি মাইক্রোবাস আটকিয়ে তার ভিতর থেকে বিশেষ কায়দায় কালো ব্যাগের মধ্যে প্লাস্টিক দ্বারা মোড়ানো ১ কেজি করে মোট ১৭ টি টোপলায় ১৭ কেজি গাঁজা খুঁজে পায়।পরে গাঁজাসহ ওই দম্পতিকে আটক করে থানায় নেওয়া হয়ে।জানা গেছে, জব্দকৃত গাঁজাগুলোর মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।গাঁজা বহনকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার বলেন,এ ঘটনায় ঝালকাঠির জড়িত মাদক ব্যবসায়ী দম্পত্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo