জেলা প্রতিনিধি ,নাটোর
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বনপাড়াস্থ ভূত রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব।
আজ মঙ্গলবার(১৭ সেপ্টে:) সকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বনপাড়া বাজারে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকার কারেন্টজাল জব্দ করে।
সদর থানার উপ পরিদর্শক জামান উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, তিন মাসের শিশু মুরসালিনকে বাড়িতে বিছানায় রেখে তার মা রুপা বেগম পাশের বাড়িতে পানি আনতে যায়। এসময় শিশু বাচ্চাটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে ঘরের ইটের দেয়ালে আছার দেয়। বাড়িতে এসে রুপা দেখেন তার সন্তান অচেতন হয়ে পড়ে আছে।
বুধবার বিকেলে সদর উপজেলার নারায়নপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।সদর থানার উপ পরিদর্শক জামান উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, তিন মাসের শিশু মুরসালিনকে বাড়িতে বিছানায় রেখে তার মা রুপা বেগম পাশের বাড়িতে পানি আনতে যায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের মৃত : ফয়েজ উদ্দিন এর ছেলে মোঃ জামাল উদ্দিন (৬৩) বলেন, আমার চাচাতো ভাই মোঃ সুমন আলী (৩৫), পিতা- মৃত আজিজুর রহমান, সাং- ছাতিয়ানগাছা, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এর সহিত আমাদের পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
আহত রিপন উপজেলার চক তিরাইল গ্রামের এরাদ প্রাং এর ছেলে। এই ঘটনায় ঐদিন সন্ধ্যায় আহতের চাচা মোঃ রেজাউল করিম (৫২), বড়াইগ্রাম থানায় একই এলাকার মোঃ ছলিম উদ্দিন প্রাং এর ছেলে মোঃ আলহাজ্ব প্রাং (২৮) এবং মোঃ আলপু প্রাং এর ছেলে মোঃ হযরত আলী (৩৫), এর বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকে এম আব্দুল বারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন , বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব রফিক সরদার, বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর- আলীমুল আজাজী, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গসহ অন্যান্য সাংবাদিক ও সূধী বৃন্দ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ২টার দিকে জানতে পারেন, রিংকু'র বাড়িতে ২জন সন্ত্রাসী অবস্থান করছে। এসময় এলাকাবাসী তাদের ধরতে ওই বাড়ি ঘেরাও করে। সাধারণ জনতার উপস্থিতি টের পেয়ে, রিংকু ও সোহান নামের দুইজন বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে যায়।