৩ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে ফের পণ্য আমদানি-রপ্তানি শুরু

রাসেল মিয়া প্রকাশিত: ৯ জানুয়ারী , ২০২৪ ০৯:৩৮ আপডেট: ৯ জানুয়ারী , ২০২৪ ০৯:৩৮ এএম
৩ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে ফের পণ্য আমদানি-রপ্তানি শুরু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয় দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয় দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে। তবে বন্ধের সময় বন্দর দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সংসদ নির্বাচন উপলক্ষে গত ৬-৮ জানুয়ারি পর্যন্ত তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।


উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের হিমায়িত মাছ, রড, সিমেন্ট, ভোজ্যতেল ও প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়।

এই বিভাগের আরোও খবর

Logo