২৫ জুলাই থেকে যশোর শুরু হবে সাতদিন ব্যাপি বৃক্ষমেলা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৭ জুলাই , ২০২৪ ১৪:১৪ আপডেট: ১৭ জুলাই , ২০২৪ ১৪:১৪ পিএম
২৫ জুলাই থেকে যশোর শুরু হবে   সাতদিন ব্যাপি বৃক্ষমেলা
মেলা সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলার সমাপণী দিনে স্টলের উপর পুরস্কার বিতরণ করা হবে। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনের মেলা হবে।কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪' উদযাপন উপলক্ষ্যে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

আগামী ২৫ জুলাই থেকে যশোর টাউনহল মাঠে শুরু হবে সাতদিন ব্যাপি বৃক্ষমেলা। মেলায় থাকবে ২০টি স্টল। সকাল সাড়ে ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মেলা সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলার সমাপণী দিনে স্টলের উপর পুরস্কার বিতরণ করা হবে। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনের মেলা হবে।কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪' উদযাপন উপলক্ষ্যে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা  আবুল কালাম, সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা যুব উন্নয়ণ অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন টন্দ্র দেবনাথ প্রমুখ।


এই বিভাগের আরোও খবর

Logo