১৯ দিনব্যাপী সীরত মাহফিলের সমাপনী দিবস আজ

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ৩ অক্টোবর , ২০২৪ ১৫:০৯ আপডেট: ৩ অক্টোবর , ২০২৪ ১৫:০৯ পিএম
১৯ দিনব্যাপী সীরত মাহফিলের সমাপনী দিবস আজ
৩ অক্টোবর (বৃহস্পতিবার)দিবাগত রাতে বক্তাদের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।সমাপনী দিবসে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইন, নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা সাদেকুর রহমান আজহারীসহ আরও অনেকে।

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতির ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা:) মাহফিলের সমাপনী দিবস আজ।

৩ অক্টোবর (বৃহস্পতিবার)দিবাগত রাতে বক্তাদের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।সমাপনী দিবসে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইন, নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা সাদেকুর রহমান আজহারীসহ আরও অনেকে।

সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহ্ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এবং শাহজাদা তৈয়বুল হক বেদার সমাপনী দিবসে সকল মিডিয়া কর্মীদের অংশ নিয়ে দেশ বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের সীরত মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা লাইভে ও সংবাদ প্রচারের মাধ্যমে জানার ও দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানান।

এই বিভাগের আরোও খবর

Logo