কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি হিসাম, সম্পাদক ত্বোহা

ওমর ফারুক প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:৫৪ আপডেট: ১৬ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:৫৪ পিএম
কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি হিসাম, সম্পাদক ত্বোহা
রোববার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজ হতে সদ্য পাশকৃত ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য আগামী ১ বছরের জন্য ইন্টার্ন চিকিৎসকদের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। 

রোববার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

যেখানে সভাপতি:ডাঃ মোহাম্মদ আল হিসাম

সহ-সভাপতি:ডা: ঋষিতা চৌধুরী

ডাঃ তাসনুভা সোলাইমান অর্নি

ডা: আলিফা ফারদিন

সাধারণ সম্পাদক:ডা: আব্দুল্লাহ আল নাঈম ত্বোহা

যুগ্ম সাধারণ সম্পাদক:ডা: নয়ন উদ্দিন

ডা: সাজিদুল হক

ডা: অর্পিতা চক্রবর্তী

সাংগঠনিক সম্পাদক:ডা: মো: শাহনুর আহমেদ

সহ সাংগঠনিক সম্পাদক:ডা: জুবাইর চৌধুরী

ডাঃ মেহজাবিন বিনতে তৌহিদ

দপ্তর সম্পাদক:ডা: শাহ ইমরান

অর্থ সম্পাদকডা: ফারহানা

ডা: হাবিবা তাসনিম

ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ 

সাংস্কৃতি বিষয়ক সম্পদাক:ডা: আব্দুল্লাহ আল নোমান

ডা: তানভির ইসলাম

কার্যকরী সদস্য:ডাঃ জুবায়ের ইসলাম

ডাঃ রহিম উদ্দিন

ডা: তারান্নুম ইমু

ডা: নাবিলা ইসলাম সেজুতি

এই বিভাগের আরোও খবর

Logo