১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মোংলায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ মার্চ , ২০২৫ ১৬:০৭ আপডেট: ১১ মার্চ , ২০২৫ ১৬:০৭ পিএম
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মোংলায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

মোংলায় দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আ: মমিন শেখ নামে এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে ও বেধড়ক মারধর করে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় অলি মোল্লার বিরুদ্ধে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গত শনিবার (৮ মার্চ) দুপুরে বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যারবাওন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে আহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অলি মোল্লা বুড়িরডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিদ্যারবাওনের চেচানেরকুল এলাকার বাসিন্দা।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী আ: মমিন শেখ দিগরাজের বুড়িরডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে একই এলাকার অলি মোল্লা ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু ভুক্তভোগী দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এরই জের ধরে গত শনিবার (৮ মার্চ) দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে ভুক্তভোগীর ক্রয় করা ৪৫ বিঘার একটি জমি দখল করার উদ্দেশ্যে জমির ভেরি কেটে দেয়। এসময় ভুক্তভোগী মমিন শেখ বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। পরে আহতের চিৎকারে আশপাশের লোক ছুটে এলে তাকে ১০ দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগীর স্ত্রী শিউলী বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী একজন সাধারণ ব্যবসায়ী। অভিযুক্ত অলি মোল্লা এই এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ। সে বিভিন্ন সময় আমার স্বামীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। আমার স্বামী সেই টাকা না দেওয়ায় তাকে মেরে মারাত্মকভাবে আহত করেছে। তাকে ১০ দিনের সময়সহ জীবননাশের হুমকি দিয়েছে তারা। আমার স্বামী এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে অভিযুক্ত অলি মোল্লা তার বিরুদ্ধে দেওয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মমিন শেখের কাছে কোনো চাঁদা চায়নি।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর দায়ের করা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo