দিনাজপুরের হিলি মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মা,ছেলে ও দেবরকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।শনিবার রাত ১২টায় হাকিমপুর পৌর শহরের বালুরচর এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৮০পিচ এ্যাম্পল ও ২৯০পিচ ট্যাপেন্ডাডল ট্যাবেলট সহ তিনজন কে আটক করে।
আটককৃতরা হলেন,হাকিমপুর পৌর শহরের বালুরচর এলাকার জহুরুল ওরফে জনির স্ত্রী সানু বেগম(৩২), তার ছেলে মোঃজীবন ইসলাম (১৬),জনির ভাই লালমনিরহাট জেলার মোগলহাট এলাকার মোঃমেহেনুল হকের ছেলে মোঃস্বপন মিয়া(২৮)।
হাকিমপুর থানার ওসি নাজমুল হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাকিমপুর পৌর শহরের বালুরচড় এলাকায় মাদক কেনাবেচা চলছে।সংবাদ পেয়ে পুলিশের বিশেষ একটি টিম বালুরচড় এলাকার সানু বেগমের বাসায় অভিযান চালায়।এসময় সেখান থেকে ৫৮০পিচ এ্যাম্পল ও ২৯০ পিআ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদক কারবারীর সাথে জড়িত থাকার অপরাধে সানু বেগম,তার ছেলে জীবন ইসলাম ও দেবর স্বপন মিয়াকে আটক করা হয়।আজ দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।