কমলগঞ্জে ৪ শতাধিক দরিদ্র অসহায়ের মাঝে রজানের ত্রাণ বিতরণ

জায়েদ আহমেদ প্রকাশিত: ৯ মার্চ , ২০২৫ ১১:২৭ আপডেট: ৯ মার্চ , ২০২৫ ১১:২৭ এএম
কমলগঞ্জে ৪ শতাধিক দরিদ্র অসহায়ের মাঝে রজানের ত্রাণ বিতরণ
সাদির ট্রাস্টের পক্ষে শনিবার সকালে কমলগঞ্জের শমশেরনগরে রমজান মাসের ত্রাণ বিতরণ।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সৌদি প্রবাসী সালেহ আহমদ সাদির নালীর নামীয় সংগঠন সাদির ট্রাস্টের উদ্যাগে ৪ শতধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমজানের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সৌদি প্রবাসী সালেহ আহমদ সাদির নালীর নামীয় সংগঠন সাদির ট্রাস্টের উদ্যাগে ৪ শতধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমজানের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলার শমশেরনগর আব্দুল মছব্বির একাডেমী সড়কে এসব ত্রাণ বিতরণ করা হয়।  সাদির সাদির ট্রাস্টের প্রতিনিধি জাহির আলী জানান, গত কয়েকদিন ধরে শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাড়ে ৪ শথ দরিদ্র অসহায় পরিবারের তালিকা করা হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৌদি আরব থেকে অর্থ পাঠালে একটি পরিবারের এক সপ্তাহের খাবার চাল, ডাল, তেল, সেমাই খেজুর, ছোলা,পিয়াজ,আলু ও লবন মিলিয়ে এক একটি বেগ করা হয়েছে। তালিকাকৃত পরিবারের মাঝে আগেই একটি করে কার্ড রপ্ররণ করা হয়। শনিবার সকালে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ত্রাণ বিতরণ করেন লেখক, সমাজ সেবক ও সাংবাদিক মুজিবুর রহমান ও সমাজ সেবক মিজানুর রহমান।

এই বিভাগের আরোও খবর

Logo