স্বর্ণ কেলেঙ্কারিতে অপহৃত সুমন হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার

মোঃ সাদ্দাম হোসাইন প্রকাশিত: ১৯ নভেম্বর , ২০২৩ ০৮:৩৭ আপডেট: ১৯ নভেম্বর , ২০২৩ ০৮:৩৭ এএম
স্বর্ণ কেলেঙ্কারিতে অপহৃত সুমন হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার
বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারিতে অপহৃত সুমন হত্যায় জড়িত ৩ জন গ্রেফতা।

যশোরের বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারীর ঘটনায় অপহৃত ওমর ফারুক ওরফে সুমন (২৬) হত্যায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার ১৬ নভেম্বর রাত সাড়ে নয়টার সময় ঢাকার কোতয়ালী থানার শাখারী বাজার এলাকায় ডিবি’র চৌকস অফিসার এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনায় জড়িত ৩ জনকে সিসিটিভিতে প্রাপ্ত ফুটেজ দেখে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস সহ গ্রেফতার করতে সক্ষম হয়। যশোর জেলা গোয়েন্দা পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণ চোরাকারবারীদের ২৫টি বার অনুমান ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা কমিশনার কামাল গং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে।

তাদের অপচেষ্টায় স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে এবং লাশ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামী ৩ জন হলো- ১। ডালিম কুমার দাস (৩৩), পিং সুনিল চন্দ্র দাস, সাং আলিকামুড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, ২। অঞ্জন নিয়োগি (৪৯), পিং-ঠাকুরদাস নিয়োগি, সাং-রসুলপুর, থানা-দেবিদার, জেলা-কুমিল্লা, ৩। রিয়াজ হোসেন (৩৮), পিং-দৌলত মুন্সি, সাং-বাঁশবাড়িয়া, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী। উল্লেখ্য, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের কামাল গং কর্তৃক বেনাপোল থেকে ওমর ফারুক ওরফে সুমনকে অপহরণ পূর্বক হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় মাঠে নামে ডিবি।

এই বিভাগের আরোও খবর

Logo