সোনারগাঁয়ে বায়ু দূষণের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নূর নবী জনি প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:৫৭ আপডেট: ১৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:৫৭ পিএম
সোনারগাঁয়ে বায়ু দূষণের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বায়ু দূষণের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বায়ু দূষণের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সোনারগাঁ মেঘনাঘাট এলাকায় লাফাজ হোলসিম লি. প্রতিষ্ঠানকে ২ লক্ষ, মেঘনা সিরামিক ইন্ডা: লি: প্রতিষ্ঠানে ২ লক্ষ, মেঘনা সিরামিক ইন্ডা: লি: প্রতিষ্ঠানে ২ লক্ষ ও ইউনিক সিমেন্ট ইন্ডা: লি: প্রতিষ্ঠানে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন। অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবস্থিত বায়ুদূষনকারী ৪টি প্রতিষ্ঠান থেকে ৮লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । 

এই বিভাগের আরোও খবর

Logo