সুরক্ষা, সাম্য ও ন্যায় বিচারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ৭ আগস্ট , ২০২৪ ১৮:০৫ আপডেট: ৭ আগস্ট , ২০২৪ ১৮:০৫ পিএম
সুরক্ষা, সাম্য ও ন্যায় বিচারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সকলের জন্য ন্যায় বিচার ও সাম্প্রদায়িক হামলাসহ সকল সহিংসতা রুখে দাঁড়ানোর দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিজয় ৭১ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সুরক্ষা, সাম্য ও ন্যায় বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক নেটওয়ার্ক সমাবেশ ও পদযাত্রা করেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সকলের জন্য ন্যায় বিচার ও সাম্প্রদায়িক হামলাসহ সকল সহিংসতা রুখে দাঁড়ানোর দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিজয় ৭১ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

এ সময় গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী শেখ ফরিদের সঞ্চালনায় পদযাত্রায় উপস্থিত ছিলেন বাকৃবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পুষ্পিতা ভট্টাচার্য, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ, বাকৃবি প্রেসক্লাবের সভাপতি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো সহিদুজ্জামান, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ ইকবাল এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর। 


এই বিভাগের আরোও খবর

Logo