সুনামগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিরাইয়ে চেয়ারম্যান পদে প্রদীপ ও শাল্লায় অবনীর জয়

মোঃ ওসমান গনী প্রকাশিত: ৯ মে , ২০২৪ ১৭:১৯ আপডেট: ৯ মে , ২০২৪ ১৭:১৯ পিএম
সুনামগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিরাইয়ে চেয়ারম্যান পদে প্রদীপ ও শাল্লায় অবনীর জয়
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় এবং শাল্লা উপজেলায় আওয়ামী লীগ নেতা অবনী মোহন দাস বিজয়ী হয়েছেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় এবং শাল্লা উপজেলায় আওয়ামী লীগ নেতা অবনী মোহন দাস বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাতে সংশ্লিষ্ট রির্টানিং অফিসার এ ফলাফল ঘোষনা করেছেন।

প্রদীপ রায় দোয়াত-কলম প্রতীকে ৩০ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী রঞ্জন রায় ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯১৩ ভোট।

অবনী মোহন দাস ঘোড়া প্রতীকে ২৪ হাজার ৩৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী  গণেন্দ্র চন্দ্র সরকার পেয়েছেন ১৫ হাজার ৬৫৮ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

এই বিভাগের আরোও খবর

Logo