সিলেট-জগন্নাথপুর সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই যুবক নিহত

ইয়াকুব আলী তুহিন প্রকাশিত: ১৫ ডিসেম্বর , ২০২৪ ১৯:৪২ আপডেট: ১৫ ডিসেম্বর , ২০২৪ ১৯:৪২ পিএম
সিলেট-জগন্নাথপুর সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই যুবক নিহত
সিলেট-জগন্নাথপুর সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই যুবক নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই যুবক সিলেট থেকে জগন্নাথপুর ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৭টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার লালারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, সিলেট থেকে জগন্নাথপুরগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আল-হানাবাদ) গ্রামের আনজব উল্লাহ’র ছেলে রুহুল আমিন (২৭) এবং জগন্নাথপুর পৌর এলাকার ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৩৮)।এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ জানায়, বেপরোয়া গতির বাসটি সড়কে নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরোও খবর

Logo