মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ ওরফে ভিপি শহিদ ও তাঁর স্ত্রী নারগীছ আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অভিযোগ এই দম্পতি তিন কোটি ৪৮ লাখ ২৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আল-আমিন সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি দায়ের করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি জানান।শহীদুর রহমানকে আসামি করে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, আসামি শহিদুর রহমান শহিদ ওরফে ভিপি শহিদ জ্ঞাত আয় বহির্ভূত ৫৫ লাখ ৭২ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। যা দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় অপরাধ।
অন্যদিকে, স্ত্রী নারগীছ আক্তারকে প্রধান আসামি ও শহিদুর রহমান শহিদকে দ্বিতীয় আসামি করে দায়ের করে অপর মামলা এজাহারে বলা হয়, স্বামীর জ্ঞাত আয় বহির্ভূত আয়কে বৈধতা দিতে তিনি সহযোগিতা করেছেন। এভাবে তিনি অবৈধভাবে আয় করা ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।