সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের উদ্যােগে দেড়শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

মোঃ সিজিল মিয়া চৌধুরী প্রকাশিত: ১৫ জুন , ২০২৪ ০৮:২৮ আপডেট: ১৫ জুন , ২০২৪ ০৮:২৮ এএম
সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের উদ্যােগে দেড়শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গতকাল ১৪ জুন শুক্রবার মধ্যরাতে সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের উদ্যোগে হবিগঞ্জ শহরের দেড়শতাধিক সুবিধাবঞ্চিত, অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে স্কুল কলেজে পড়ুয়া কিছু ছাত্রদের ধারা গঠিত স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গতকাল ১৪ জুন শুক্রবার মধ্যরাতে সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের উদ্যোগে হবিগঞ্জ শহরের দেড়শতাধিক সুবিধাবঞ্চিত, অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে স্কুল কলেজে পড়ুয়া কিছু ছাত্রদের ধারা গঠিত স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ।

সংগঠনটি করোনাকালিন সময় থেকে হবিগঞ্জে অসহায় মানষদের  পাশে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে।

 সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। শীতে শীতবস্ত্র,রোজায় সেহরি, ইফতার, ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকে। সংগঠনের সদস্যরা জানান, আমরা আমাদের হাত খরচের টাকা থেকে সমাজের নিম্নআয়ের মানুষের জন্য আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই এই ক্ষুদ্র আয়োজন করে থাকি। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।

এ আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আফছার, সহ-সভাপতি মাহবুব সোহান, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শামছুল আরেফিন রাফি,শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান তাজিম,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক নাজমুল আলী প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo