নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় মামলা দ্রুত আমলে নেওয়ার দাবিতে আজ শহীদ মিনার চত্বরে সাংবাদিক সমাজ "কলম বিরতি" পালন করেছে।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, "একজন সাংবাদিকের ওপর হামলা কেবল ব্যক্তি নয়, বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের ওপরই আঘাত।"
এ সময় বক্তৃতা প্রদান করেন জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, জেলাপর্যায়ের বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সংবেদনশীল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।